অনলাইন ডেস্ক: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব এর নির্বাচনী গণসংযোগ গণজোয়ারে পরিনত হয়েছে। গত শুক্রবার বিকালে বাবুগঞ্জের আগরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব এর সাথে গণসংযোগ করেন জাপা চেয়ারম্যান এর উপদেষ্টা ইকবাল হোসেন তাপস ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান হিমু।
এ সময় আগরপুর ইউনিয়নের ভোটারদের সরব উপস্থিতিতে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।পরে তাদের গণসংযোগটি গণজোয়ারে পরিনত হয়।
বিগত দিনে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব যে সকল উন্নয়ন করেছেন তা ভোটারদের মাঝে তুলে ধরায় ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা আরো বেড়েছে।ভোটাররা নির্বাচনে ফারজানা বিনতে ওহাব এর পক্ষে জোটবেঁধে ভোট কেন্দ্র যাবেন এবং ভোট দেবেন এমনটাই আশা প্রকাশ করেছেন সাধারন ভোটাররা।
আগরপুর ইউনিয়নের ভোটার শহিদুল ইসলাম জানান,বাবুগঞ্জ উপজেলার মধ্যে আগরপুর ইউনিয়নের কেন্দ্র গুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ন। স্বাধীনতার পর থেকে কখনোই এখানে সুষ্ঠু ভাবে ভোট অনুষ্ঠিত হয়নি।কতিপয় দুষ্কৃতকারীরা নিজেদের স্বার্থে এ ইউনিয়নটিকে সবসময়ই অস্থিতিশীল করে রেখেছে।
আগরপুরের আরেক ভোটার জানান,আগরপুর ইউনিয়ন ও কেদারপুর ইউনিয়নের কেন্দ্র গুলো বেশী ঝুকিপূর্ণ। এসব এলাকায় সুষ্ঠু ভোট হবে কিনা এ নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় আছেন তারা। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply