স্টাফ রিপোর্টার: মিরপুর দারুস সালাম থানা এলাকার বিভিন্ন মাদক স্পট বন্ধ ও অবৈধ ড্রাম্পিং অপসারণ সহ অনৈতিক কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ৭দিনের আল্টিমেডাম দিয়েছে দারুস সালাম থানা গণঅধিকার পরিষদ
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর উপ-সচিব (জোনাল) মোঃ জালাল উদ্দীন এর বরাবরে মাদক বিক্রি ও সেবন বন্ধ এবং অবৈধ ড্রাম্পিং অপসারণ করতে দারুস সালাম থানা গণঅধিকার পরিষদের আহ্বায়ক জননেতা মোঃ শহিদুল ইসলাম ইমরান কর্তৃক স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেন। যেখানে দারুস সালাম এলাকার বিভিন্ন মাদক স্পট বন্ধের কথা বলা হয়েছে। বিশেষ করে দারুস সালাম থানাধীন ৯নং ওয়ার্ডে অবস্থিত মিরপুরের সবচেয়ে বৃহত্তর মাঠ গোলারটেক ঈদগাহ মাঠের কথা উল্লেখ করেন। যেখানে সন্ধ্যার পর প্রতিনিয়ত মাদক বিক্রি ও মাদক সেবন সহ নারী-পুরুষের অনৈতিক কাজ সংগঠিত হয় বলে অভিযোগ করেন। এছাড়া মাঠের প্রবেশ গেটের পাশেই বিগত সরকারের ছত্রছায়ায় পুলিশ ও ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম আতিকের স্বেচ্ছাচারীতায় তৈরি হয় একটি অবৈধ ড্রাম্পিং। যার ফলে মাঠের পরিবেশ নষ্ট হয় এবং এলাকার জনমানুষের ভোগান্তি দেখা দেয়। অবৈধ ড্রাম্পিং এ ময়লা আবর্জনার কারণে জনসাধারণেল হাটা চলা করতে অসুবিধা হচ্ছে। মাদক ও অনৈতিক কাজ দেখে এলাকার মানুষ এখন অতিষ্ঠ। সকলের একটাই দাবি মাদক মুক্ত মাঠ ও সুন্দর পরিবেশের জন্য ড্রাম্পিং অপসারণ চাই। স্মারক লিপি জমাদানের সময় সাথে ছিলেন দারুস সালাম থানা যুবঅধিকার পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হোসেন শামীম (আলভী) ও দারুস সালাম থানা যুবঅধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সংগঠক ফারদিন তানভীর প্রান্ত।
স্মারক লিপি জমা শেষে সাংবাদিকদের প্রশ্নে দারুস সালাম থানা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম ইমরান জানান, ৫ই আগষ্টের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দারুস সালাম থানার বিভিন্ন জায়গায় মাদকের স্পটে পরিণত হয়। বিগত সময় শেখ হাসিনা সরকারের আমলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় অনেকে মাদকের ব্যবসা করে মাঠটিকে মাদকের স্পটে পরিণত করেছে। কিন্তু ৫ই আগষ্টের পরও কেন এখনও এই মাদক নিয়ন্ত্রন করা হয়নি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত সকল ব্যবস্থা গ্রহণের জন্য একটি স্মারক লিপি দারুস সালাম থানা অফিসার ইনর্চাজকে প্রদান করেছি। তিনি আশ্বস্ত করেছেন অতি দ্রুত মাদক নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এছাড়া আরেকটি স্মারক লিপি দারুস সালাম থানার আর্মি ক্যাম্পের দায়িত্বরত লেঃ কর্নেল মাহমুদুর রহমান আখন্দ এর নিকট দিয়েছি। তিনিও যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।
যদি আগামী ৭ দিনের ভিতর কোন প্রতিকার না পাই তবে দারুস সালাম থানা গণঅধিকার পরিষদ কঠোর কর্মসূচি দিবে। আমার সোনার বাংলায়, মাদকের ঠাই নাই স্লোগানে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা দারুস সালাম থানা গণঅধিকার পরিষদ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাবো ইনশাআল্লাহ। একটি মাদক মুক্ত সুন্দর এলাকা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এলাকা আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে। সকলকে এক সাথে আওয়াজ তুলতে হবে “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”।
Leave a Reply