হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আইন লঙ্ঘন করে বরগুনায় ইটভাটা চালানো হচ্ছে ।সরেজমিনে বরগুনার কয়েকটি ইটভাটায় ঘুরে দেখা যায় কৃষি জমি,বিভিন্ন নদীর পাড় থেকে মাটি কেটে এনে ব্যবহার করা হয় ইটভাটা । ইট ভাটার চিকনির উচ্চতা ১৩০ ফুট হওয়ার কথা থাকলেও অধিকাংশ ইটভাটার চিকনির উচ্চতা কম আছে। ইট ভাটার ধুলাবালি এবং ধোয়ায় জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে ছাত্র-ছাত্রী এবং বয়স্ক মানুষ। ইটভাটা থেকে ইট নেওয়ার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের টাফি যা সরকার নিবন্ধিত নয় নষ্ট হচ্ছে রাস্তাঘাট।
বরগুনার সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের কুমড়াখালীতে মেসার্স সুলতান এন্টারপ্রাইজ রাস্তার পাশে ছয়টি খোলা টয়লেট স্থাপন করেছে।যার দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটাচলা করাই দুষ্কর। স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় লোকজন।
পরিবেশ দপ্তর আইন অনুযায়ী লোকালয়, বাজার, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত তিন কিলোমিটার দূরে ইটভাটা স্থাপনের নিয়ম থাকলেও কেউ তো মানছেন না। একের পর এক আইন অমান্য করে গড়ে উঠছে বেশিরভাগ ইটভাটা। ইটভাটার ধোয়া ও ধুলা বালির কারণে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ, বিপর্যয়ের মুখে কৃষি জমি। এতে বাতাস দূষিত হয়ে শ্বাসকষ্ট, চর্ম ও হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। বেশিরভাগ ঝুঁকিতে আছে নবজাতক শিশুরা। এরপরও কোন মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট দপ্তরের।
বরগুনা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা গেছে, বরগুনা উপজেলায়,, ৫ টি, পাথরঘাটায় ৬টি,বামনায় ৯টি এবং বেতাগীতে ৪ টি ইটভাটা সচল রয়েছে।
কুমড়াখালী গ্রামের বাসিন্দা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কবির মিয়া বলেন, এখানে পাশাপাশি দুইটি ইট ভাটা মেসার্স সুলতান এন্টারপ্রাইজ এবং মেসার্স আনোয়ার বিক্সস।এই ইট ভাটার ধুলা বালি এবং ধোয়ার কারণে এলাকার কৃষি ফসল হচ্ছেনা। আমার বাড়িতে আম বাগান নষ্ট হয়ে গেছে, নারিকেল গাছে নারিকেল ধরতেছে না।মেসার্স সুলতান এন্টারপ্রাইজ রাস্তার পাশে ছয়টি খোলা টয়লেট স্থাপন করেছে এর দুর্গন্ধে রাস্তা দিয়ে হাটা যাচ্ছে না। আমরা গ্রামবাসী এই সমস্যা থেকে পরিত্রাণ চাই। ইট ভাটার পাশেই একটি স্কুল আছে ছোট ছোট শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এলাকার একাধিক মানুষ দাবি করেন সরকারের নিয়ম লংঘন করে যদি ইটভাটা চালানো হয় তাহলে তা যেন বন্ধ করে দেওয়া হয় এটাই গ্রামবাসীর প্রশাসনের কাছে প্রত্যাশা।
বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, অভিযোগ পেলে ভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা উপজেলা ভারপাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের বলেন,জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলেন,স্যার কার্যকরী ব্যবস্থা নিবেন।’
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আলম স্যারকে অভিহিত করলে তিনি বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply