1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

‘হঠাৎবৃষ্টি’ সিনেমার পরিচালক বাসু চ্যাটার্জি আর নেই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৮২৬ জন সংবাদটি পড়েছেন।

 

কিংবদন্তী পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ে মৃত্যু হয় তাঁর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পন্ডিত টুইট করে এ খবর জানান। আজ দুপুরে মুম্বাইয়ের সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

পরিচালক বাসু চ্যাটার্জি ১৯৩০ সালে রাজস্থানের অজম শহরে জন্ম গ্রহণ করেন।

বাসু চ্যাটার্জী পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হল ‘সারা আকাশ’, ‘পিয়া কে ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘চক্রব্যুহ’, ‘বাতো বাতো মে’, ‘জিনা ইহা’, ‘আপনে পেয়ারে’।

সিনেমার পাশাপাশি টিভিতে কাজের ছাপ রেখে যান তিনি৷ দুরদর্শনে ‘বোমকেশ বকসি’ এবং ‘রজনী’ এই দুটি সিরিয়াল তাঁরই পরিচালনায় তৈরি৷ সিরিয়ালদুটি আজও সমান জনপ্রিয়৷ লকডাউনে বোমকেশ বকসি সিরিয়াল আবার ফিরিয়ে আনে দুরদর্শন৷ ১৯৯২ সালে ‘দুর্গা’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান তিনি৷

বাসু চ্যাটার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট বার্তায় তিনি লেখেন, কিংবদন্তি পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জির মৃত্যুতে আমি শোকাহত। উনি আমাদের ছোটি সি বাত, চিত্চোর, রজনীগন্ধা, ব্যোমকেশ বক্সী, রজনীর মতো ছবি উপহার দিয়েছেন। পরিবার, বন্ধু, অনুরাগী এবং চলচ্চিত্র জগতের প্রতি রইল আমার গভীর সমবেদনা’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION