1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

করেনাভাইরাসের চিকিৎসায় লবণ-পানির কার্যকারিতা নিয়ে গবেষণা

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৭৯৯ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক  বিশ্বে করোনা ভাইরাসটির টিকা পেতে নিত্য নতুন গবেষণা চলছে। একের পর এক টিকার পরীক্ষা চালানো হচ্ছে। এবার যুক্তরাজ্যের এডিনবার্গের একদল গবেষক করেনাভাইরাসের চিকিৎসায় লবণ-পানি ব্যবহার কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখতে যাচ্ছেন।

এর আগে গবেষণায় দেখা গেছে, ঘরোয়া তৈরি লবণ-গোলা পানি সাধারণ সর্দি-জ্বরের লক্ষণ কমাতে পারে। যারা লবণ-পানি দিয়ে গার্গল করেন এবং নাক পরিষ্কার করেন – তাদের কাশি কম হয়। তাদের কফ জমার সমস্যাও কম হওয়ার পাশাপাশি সেরেও ওঠেন তাড়াতাড়ি।

বিবিসির প্রতিবদেনে বলা হয়েছে, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনুসন্ধান করে দেখছেন যে, এই লবণ-পানি কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সহায়ক হয় কি-না।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের আশার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ শেখ বলছেন, আমরা কোভিড-১৯ আক্রান্তদের ওপর লবণ-পানির চিকিৎসা প্রয়োগ করে দেখব। আমরা আশা করছি যে, এটা এই সংক্রমণের বিস্তার ও তীব্রতা কমাতে কার্যকর হবে।

তিনি বলেন, এর জন্য লবণ, পানি ও কিছু পদ্ধতি বোঝার প্রয়োজন হয়। সুতরাং এটি যদি কার্যকর হিসেবে পাওয়া যায়, তবে সহজ, সাশ্রয়ী ও ব্যাপকভাবে বাস্তবায়ন করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION