নিজস্ব প্রতিবেদক বরিশাল জেলায় নতুন করে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৩৭৮ জন ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২৬ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসকের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার ০৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ০২ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ০২ জন, মুলাদী, উজিরপুর ও সদর প্রত্যেক উপজেলার ০১ জন করে ০৩ জন সহ মোট ১০ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান,শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ ও গৌরনদী প্রত্যেক উপজেলার ০১ জন করে ০৪ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রুপাতলি এলাকার ০৫ জন, শিকদার পাড়া এলাকার ০২ জন, আলেকান্দা, কালুশাহ সড়ক, স্ব-রোড, বিএম কলেজ রোড, আমির কুটির, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ০১ জন করে ০৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৩ জন সদস্য, র্যাব-৮ এ কর্মরত ০২ জন, ব্যাংকে কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৩ জন নার্স, ০১ জন চিকিৎসক,সদর উপজেলাধীন ০২ জনসহ মোট ২৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
Leave a Reply