1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

বৈদ্যপাড়া নিবাসী রত্তন আলী হাওলাদার এর মৃত্যুতে সাংবাদিক পরিষদের শোক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৮৬৯ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল দেশ আলো’র বার্তা সম্পাদক ও পিপলস নিউজের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল হাসিবের নানা নগরীর বৈদ্যপাড়া নিবাসী রত্তন আলী হাওলাদার আর নেই। বুধবার (৮জুন) বিকেলে নগরীর শের-ই বাংলা মেডিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য বিপ্লব আহমেদ ও সভাপতি শিকদার মাহাবুব সংগঠনের সকল সদস্য বৃন্দের পক্ষে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। জীবনের শেষদিকে তিনি ডায়াবেটিস, হার্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন। বুধবার বিকেলে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে নগরীর শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার বাদ এশা নগরীর কলেজ এভিনিউ প্রথম জানাজা ও পরে বানারীপাড়া উপজেলার মাধবপাশায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাধবপাশা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পেশাগত জীবন তিনি ছিলেন একজন সফল ব্যাবসায়ী। ঠিকাদার হিসেবে বরিশালে তার আলাদা পরিচিতি ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুতে এলাকার সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আগামীকাল (শুক্রবার, ১০ ই জুন) আসর বাদ তার নিজ বাসভবনে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল “দেশ আলো” পরিবার গভীর শোকাহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION