আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চলমান কর্মসূচির অংশ হিসেবে বরিশালে কালো পতাকা গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) সকালে নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে মহানগর বিএনপি আয়োজনে অবৈধ, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দাবী আদায়ের ১দফা দাবীতে কালো পতাকার গণ মিছিল করে দলটি।
সকাল থেকে মহানগর বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা খন্ড খন্ড কালো পতাকার মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গণ মিছিলে অংশ গ্রহন করে।
গন মিছিলের পূর্বে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন। এসময় বিএনপি নির্বাচনমুখী দল উল্লেখ করে তিনি বলেন, খায়রুল হকের রায়ের সংবিধানের নির্বাচন হবে না। সারা দুনিয়ার মানুষ খায়রুল হকের রায় মানে না। নির্বাচন হবে দেশন্ত্রেী বেগম খালেদা জিয়ার ৯৬ সালের তত্ববধায়ক সরকারের অধিনে সংবিধান মত এদেশে নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে যাবে তবে শেখ হাসিনার ও আপনাদের অধীনে কোন নির্বাচন হবে না।
এসময় জয়নুল আবেদীন আরো বলেন, কথায় কথায় জেলখানার ভয় দেখান। জেলখানার গেট খোলা রাখেন। জেলাখানা সহ আপনারা কোথায় যাবেন সেই ঠিকানা খোঁজ করেন। ভোট চোর সরকারের আয়ু বেশিদিন নাই তারেক রহমান দেশে ফিরে আসবেই।
বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক সদ্য কারা মুক্ত আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক বিএম কলেজ ভিপি মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমতউল্লাহ, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম সম্পাদক ও সাবেক মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, আব্দুল হালিম মৃধা, এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. হুমাউন কবির মাসুদ, এ্যাড.ইমন চাকলাদার, খসরুল আলম তপন, জাহিদুর রহমান রিপন, ইয়াসির আরাফাত মিন্টু, আফরোজা খানম নাসরিন, আহমেদ জেকি অনুপম, কেন্দ্রীয় যুবদল বরিশাল বিভাগীয় সহ-সভাপতি এ্যাড. এইচ.এম তছলিম উদ্দিন, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান তানজিলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন, বিলকিস জাহান শিরিন, আকর কুদ্দুস মাহবুবুল হক নান্নু, মনিরুজ্জামান ফারুক ও মীর জাহিদের নেতৃত্বে এক শান্তিপূর্ণ কালো পতাকার গণ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর সদররোড, ফজলুল হক এ্যাভিনিউ, দক্ষিণ চকবাজার, লাইনরোড হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে গত মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী সরকার পতনের একদফা দাবি আদায়ে
মঙ্গলবার ২৬ আগস্ট দেশের সব মহানগরে কালো পতাকা গণমিছিল করছে দলটি।
Leave a Reply