আব্দুল্লাহ আল হাসিব, দেশ আলো: রোভার অঞ্চলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ কর্তৃক দুই দিন ব্যাপী রোভার স্কাউট গ্রুপের “বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান” আয়োজন করা হয়েছে।
শনিবার ২৭-২৮ জানুয়ারি দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা জেলা রোভার সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, পিআরএস ও এএল টি। এসময় তিনি বাংলাদেশকে সুযোগ্য নেতৃত্ব দানে রোভারিং কার্যক্রমের সম্প্রসারণ এবং রোভারিং কার্যক্রমে রোভারদের সম্পৃক্ত থাকার উপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রোভারিং কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি রোভারদের সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে সমৃদ্ধ করে জাতি গঠনের মহৎ কাজে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।
গ্রুপ সম্পাদক সৈয়দ মুহাম্মদ ইউসুফ বলেন, বর্তমানে যুবসমাজের অস্হির অবস্থায় এবং অভিভাবকদের উৎকণ্ঠা প্রশমনে রোভারিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আর এস এল খালেকুজ্জামান, মাহমুদা আক্তার, বিকাশ চন্দ্র দাস, ফারাহ রাবী, প্রত্যয় চাকীসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
Leave a Reply