আব্দুল্লাহ আল হাসিব, দেশ আলো: আলহাজ্ব মকবুল হোসেন কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। বুধবার ১০ (এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান বলেন, রহমত এবং বরকতে পূর্ণ হোক সবার জীবন। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ভালোবাসা এবং উদারতার সঙ্গে উদযাপিত হোক পবিত্র ঈদ।
রেজাউল হাসান বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। সবাইকে ঈদের প্রানঢালা শুভেচ্ছা। ঈদ মোবারক।
Leave a Reply