তামিম ইকবালের ফেসবুক লাইভের অন্যতম চমক হলেন বিরাট কোহলি। অবশ্য কাঙ্ক্ষিত এই লাইভ সেশন খুব একটা দীর্ঘ সময় হয়নি। মাত্র ২৬ মিনিটের এই ভিডিও আড্ডায় বাংলাদেশের মানুষদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।
সোমবার রাতে তামিমের নিয়মিত অনলাইন আড্ডায় এসে কোহলি বেশিরভাগ ক্রিকেট নিয়েই কথা বলেছেন। টেকনিক্যাল খুঁটিনাটি বিষয়ে জানিয়েছেন নিজের ভাবনা।
আড্ডার একদম শেষ পর্যায়ে তামিম কোহলির কাছে ঈদ নিয়ে কিছু বলতে অনুরোধ করেন। জবাবে কোহলি শুভেচ্ছাবার্তার সঙ্গে কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর প্রেরণাও দেন, ‘সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ সুযোগ সবাই উপভোগ করুণ, এই সময়টা স্মরণীয় করে রাখা উচিত।’
কোহলি বলেন, আমি আশা করব এই কঠিন সময়েও যেন সবাই মুখে হাসি নিয়ে ঈদ উদযাপন করে। ঘরে থেকেই ঈদের আন্দন করুণ। এখন সময়টা এমন যে ভিন্নভাবে দেখার সুযোগ নেই কারও। আমরা সবাই কিন্তু একই পরিস্থিতির মোকাবিলা করছি। তবে এটাই প্রার্থনা থাকবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক। আবারও ঈদ মোবারক।’
Leave a Reply