আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশ ৫৪ বছরে পা দিলো আজ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ ও সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে বিএনপি, মহানগর শ্রমিকদল, মহিলাদল, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এর পূর্বে তারা দলীয় কার্যালয়ে সভা করে বিশাল র্যালির শো-ডাউন করে স্মৃর্তিস্তম্বে আসেন।
এর আগে, বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান তানজিলের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে র্যালি সহকারে মহানগর বিএনপি’র বিশাল শো-ডাউনে যোগ দেন। অন্যদিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু’র নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে র্যালি সহকারে মহানগর বিএনপি’র শো-ডাউনে যোগ দেন।
এদিকে বরিশাল জেলা বিএনপি দক্ষিণ আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিনের নেতৃত্বে জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমন্বয়ে বেলা ১১টায় পৃথক শোভাযাত্রা বের করে শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে পূস্পস্তবক অর্পন করে।
অন্যদিকে বরিশাল উত্তর জেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ শহীদ বেদিতে পূস্পার্ঘ অর্পণ করে।
Leave a Reply