দেশ আলো ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের নিকট দাবী জানান এবং সরকারের নানা সমালোচনা করেন। সবশেষে বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর ছাত্রদলের সিঃ যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান তানজিল, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হাসান তাসনিম, সহ-সভাপতি সুজন হাওলাদার বাবু, যুগ্ম সম্পাদক সাব্বির, যুগ্ম সম্পাদক মোঃসজিব খান, যুগ্ম সম্পাদক আসাদুল ইসলাম জোমাদ্দার, সহ-সাংগঠনিক সফিক হাওলাদার।
আরও উপস্থিত ছিলেন, বিএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব তালুকদার সজল, হাতেম আলী কলেজ ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক নিস্তব জামান, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আবু তাহের, ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সাদ ইসলাম, ১৩ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম জুবায়ের, ২১ নং ওয়ার্ড সদস্য সচিব শাকিল খান, ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব ইমন, মহানগর ছাত্রদল নেতা মেহেদী হাসান, মাসুম,লিমন, রাকিব গাজী প্রমুখ।
উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেগম খালেদা জিয়াকে গত শুক্রবার রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা চলছে।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের ৯ আগস্ট বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন।
Leave a Reply