নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদ।
বুধবার (৩১ জুলাই) বিকেলে এক বিবৃতিতে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি বিপ্লব আহমেদ ও সাধারণ সম্পাদক সিহাব তোহা সংগঠনের পক্ষ থেকে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব স্বাক্ষরিত ঐ বিবৃতিতে আরও বলা হয়- বরিশালে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যুগান্তরের সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহমেদ, এনটিভির ক্যামেরাপার্সন গোবিন্দ সাহা, যমুনা টিভির ক্যামেরাপার্সন হৃদয় চন্দ্র শীল ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪ এর প্রতিনিধি এসএলটি তুহিন সহ অন্যান্য সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যান্ত ন্যাক্কারজনক।
পুলিশের এ ন্যাক্কারজনক হামলায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে শাস্তি দাবী করছি।
Leave a Reply