আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: ঢাকা পূর্বাচল রাইজিং স্টার লিও ক্লাব ও বরিশালের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় উপাসনালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ সহ যাবতীয় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) দিনব্যাপী বরিশালের বিভিন্ন স্থানে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছে লায়ন্স ক্লাব অফ ঢাকা পূর্বাচল রাইজিং স্টার।
এসময় ধর্মীয় উপাসনালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ সহ যাবতীয় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে করনীয় বিষয়ক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
শিক্ষার্থীরা জানান, স্বাধীনতা পরবর্তী দেশকে নতুন করে গড়তে হবে। আমরা সবাই দায়িত্বশীল হলে কেউ সুযোগের অপব্যাবহার করতে পারবে না। বিভিন্ন স্থানে ধর্মীয় উপাসনালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ সহ যাবতীয় সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মূলত আমাদের লড়াই। এরই অংশ হিসেবে আমরা কখনো ধর্মীয় উপাসনালয় পাহাড়া দিচ্ছি, কখনো বাজার মনিটরিং করছি আবার কখনো লিফলেট বিতরণ ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি করছি।
জনস্বার্থে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ জনগণ। তারা বলেন, শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগ নতুন বাংলাদেশ বিনির্মাণে জনসাধারণকে আরও অনুপ্রানিত করবে, দেশপ্রেমকে জাগ্রত করবে।
Leave a Reply