যুব অধিকার পরিষদের ঢাকা জেলা (উত্তর) এর নতুন কমিটি গঠিত হয়েছে। ৪১ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন গাজী রুবেল রানা ও সাধারণ সম্পাদক হয়েছেন আরিফ আহমেদ। সোমবার রাতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান।
নতুন কমিটিতে মামুন আব্দুল্লাহ সহ-সভাপতি, রফিকুল হাসান রাকিব যুগ্ম সাধারণ সম্পাদক ও রাশেদ কবিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সাভার,আশুলিয়া ও ধামরাই থানা এলাকা নিয়ে ঢাকা জেলা (উত্তর) শাখা যুব অধিকার পরিষদের এ নতুন কমিটি গঠিত হয়।
নব গঠিত কমিটির সভাপতি গাজী রুবেল রানা বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি শক্তিশালী ইউনিট বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এ নতুন কমিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবে।
Leave a Reply