বিশেষ প্রতিবেদক: পথশিশুরা পথে পথে ঘুরে ফেলে দেওয়া জিনিস সংগ্রহ করে কেজি দরে বিক্রির মাধ্যমে আশায় বুক বাঁধে বড় হওয়ার। ঘুমানোর জন্য অনেকের জোটে না মাথার ওপরে ছাদ। যতটুকু আয়, তা দিয়ে দুমুঠো ভাত জোগাতেই হিমশিম অবস্থা। শিক্ষা নিয়ে ভাবার সময় কই?
সমাজের এমন বাস্তবতায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ফোর্সের উদ্যোগে বরিশালের সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে শীঘ্রই শুরু হতে যাচ্ছে বর্নমালা পথশিশু স্কুল। স্কুলটির মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের স্বাক্ষরজ্ঞান উপযুক্ত করে গড়ে তুলতে চায় সংগঠনটি।
জানা যায়, আগামী বছরের জানুয়ারিতে নগরীর নথুল্লাবাদ ও লঞ্চঘাট দুটি পৃথক স্থানে প্রাথমিক ভাবে বর্ণমালা পথশিশু স্কুলের কার্যক্রম পরিচালনা করতে চায় সংগঠনটি। পথশিশুদের পাঠদানের জন্য থাকবে শিক্ষক ও সমন্বয়ক। যেসব শিশু পথে পথে ঘুরে বিভিন্ন জিনিস খুঁজে বেড়ায় কিংবা ভিক্ষাবৃত্তি করে তাদের খুঁজে বের করে শিক্ষায় যুক্ত করবেন শিক্ষক ও স্বেচ্ছাসেবকেরা।
শিশুদের দক্ষতা বৃদ্ধিতে বাংলা অক্ষর চেনানো, নিজেদের জানা, বাংলা ও ইংরেজি পড়া, ইংরেজি বর্ণমালা চেনানো, কারিগরি প্রশিক্ষণ প্রদান, স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, মানসিকভাবে চাঙা রাখা এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করাসহ থাকবে নানা কার্যক্রম। শিক্ষার পাশাপাশি শিশুদের জন্য থাকবে পুষ্টিকর নাস্তার ব্যাবস্থা।
কিভাবে এলো এমন ভাবনা- জানতে চাইলে মানবিক ফোর্সের প্রতিষ্ঠাতা নাহিদ সরোয়ার দেশ আলো’কে বলেন, বরিশালের শিশুরা শিক্ষায় নয়, ভিক্ষায় আগ্রহী এমন একটি নিউজ কিছুদিন পূর্বে একটি জাতীয় দৈনিকে দেখে মূলত এই ব্যাতিক্রম উদ্যোগের অনুপ্রেরণা পাই। আমরা পথশিশুদের শিক্ষায় আগ্রহী করে তুলতে চাই এবং তাদেরকে বিভিন্ন কাজের উপযুক্ত করে কর্মসংস্থান করে দিতে চাই।
তিনি আরও বলেন, সমাজের প্রতি আমাদের সকলেরই একটা দায়বদ্ধতা রয়েছে। বরিশালের লঞ্চঘাট, বাসস্ট্যান্ড ইত্যাদি জায়গায় অনেক ছিন্নমূল পথশিশুদের দেখা মেলে যাদের কোন পরিবার নাই। এরা কখনো ভিক্ষাবৃত্তি, কখনো নেশার জগৎ, আবার কখনো অপরাধমূলক কাজে যুক্ত হয়ে জীবন কাটাচ্ছে। এদের নিয়েই আমরা কাজ করতে চাই। যদি একজন পথশিশুকেও ভিক্ষাবৃত্তি থেকে শিক্ষিত করে কাজের উপযুক্ত করে তুলতে পারি তবেই আমাদের স্বার্থকতা। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে চান সরোয়ার।
এদিকে মানবিক ফোর্সের এমন ব্যাতিক্রমী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে ছিন্নমূল পথশিশুদের জীবনমানে যেমনি পরিবর্তন আসবে, তেমনি সমাজে কমে আসবে অপরাধ প্রবনতা।
Leave a Reply