স্টাফ রিপোর্টারঃ “আর্তের সেবায় মোরা একটি পরিবার” এই স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্ত দান ও স্বাস্থ্য সচেতনতা মূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে কলেজ লাইব্রেরির সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্ত দান ও স্বাস্থ্য সচেতনতা মূলক ক্যাম্পিংয়ের আয়োজন করে মেডিসিন ক্লাব। এসময় আয়োজনের উদ্বোধন করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপ-অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান। এসময় অন্যান্য শিক্ষকবৃন্দ ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
Leave a Reply