1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জের যুবদল নেতা রুবেল।। দেশ আলো বরিশাল বিএনপির নেতাদের মামলায় ফাঁসালেন যুবলীগ নেতা মতিন।। দেশ আলো বরগুনায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা  পিরোজপুরে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার।। দেশ আলো বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে জেল হাজতে প্রেরণ বরগুনায় জোরপূর্বক বিষপান করিয়ে চাচাকে হত্যা মামলার প্রধান আসামী সহ গ্রেফতার ০৩  মাদক উদ্ধারে ভোলার শ্রেষ্ঠ এসআই, লালমোহন থানার আবু ইউছুব দৃঢ় বিশ্বাস, এবারের নির্বাচনে আমরা জয়ী হবো: নাহিদ

অবিবাহিতদের ঈদ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১০৩৮ জন সংবাদটি পড়েছেন।

আবদুর রহমান আদর ঃ

হুট করেই ঘুম ভেঙে গেলো ফজরের আজানের একটু আগেই…
নাহ্ আর ঘুমানো যাবে না!এদিকে আজ যে ইদ!
উহুঁ!রাত্রেও ঘুম ভালোমতো হবো না…

নটিফিকেশন চেক করতেই দেখি গত রাত্রে বিয়ে নিয়ে দেয়া একপোষ্টে কারা যেনো কমেন্ট করছে!
যাক বাবা এই উসীলায় সাইকোলজিক্যালি হালাল রিলেশপশীপ(বিয়ে) তাদের মাথায় ঢুকবে ইনশা আল্লাহ!

নানীকে গতকালকেই এনেছে হাসপাতাল থেকে!
“বিষাদে ছুয়ে যায় আমার মন,
হৃদয় বিগলিত হয় স্রষ্টাকে যদি করি আপন!”
হুম!আসলেই সত্য!

নানীর হুট করে স্ট্রোক করা, পাশপাশি অনেক খরচ তার মধ্যে ইদ!সব মিলিয়ে হ-য-ব-র-ল অবস্থা!

ভাবছি এটি কি সত্যিই ইদ?
নাহ এর আগেও কাটিয়েছি ২০১১ তে! আব্বুর মৃত্যুর আগে হাস্পাতালে ইদ!

যাক গে! ওদিকে না যায়!

ভাবছিলাম! ভাবতে ভাবতেই ফজরের আজান দিলো!
স্বলাত আদায় করলাম!স্বলাত শেষে একটু খারাপ লাগছিলো!তাই বিছানায় গা এলিয়ে ভাবলাম একটু রেষ্ট নিই!

“সাগর নদে এলো জল,
ঘুমে আমার চোখ টলমল!”
ব্যাপারটি অনুধাবন করেছিলাম কিনা মনে নেই!
হুঁশ ফিরলো, ৬.২৫ এ এক দ্বীনি ভাইয়ের কলে!

“কিরে আদর! কোথায়?ইদের স্বলাত পড়বে না?”
হুবুহু না হলেও কথোপকথন প্রায় এ ধরনেরই ছিলো!
লাফ দিয়ে উঠে ফ্রেশ হয়ে স্বলাতের প্রস্তুতি নিয়ে দিলাম ছুট!

লক-ডাউন!বাসায় পড়বো কিনা ভাবছিলাম! ভাবনা ফেলে বাসা থেকে প্রায় ১.৩০ ঘন্টার দূরত্বে স্বলাত আদায় করতে গেলাম আলহামদুলিল্লাহ ভাইদের বাইকের সুবাদে।

৫ জন ভাই যাচ্ছিলাম মসজিদে!
জলদি পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্যে!মহান রবের অশেষ রহমতে
খুতবা শুনলাম!স্বলাত আদায় করলাম।
কোলাকুলি করতে পারলাম না!

“ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ইদ!”

এই গানটি মনে পড়লেও বাস্তবতা ভিন্ন মনে হল!
নাহ্!ইদ খুশিরই হয়!
ইদ মানে শুধু ঘুরাঘুরি নয়!
বরং আল্লাহ সুবহানাওয়াতায়ালা যে আমাকে এই রমাদানে বাঁচিয়ে রেখে ইবাদতের সৌভাগ্য দিয়েছেন তার শুকরিয়া প্রকাশের আনন্দ!
আলহামদুলিল্লাহ!

এবারে ভিন্ন দৃশ্য চোখে পড়লো!
রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই মনে হলো!
আশেপাশে ইয়াহুদিদের অনুকরণে জাহেল,গাফেল নারীদের ঘোরাফেরা নেই।
আলহামদুলিল্লাহ
আমাদের মা-বোনেরা সুরক্ষিত হলো বখাটেদের নজর থেকে!

হায় আফসোস!মা-বোনেরা যদি নিজেদের এভাবেই আগলে রাখতেন!

তবে হতাশ নয়! মহান রবের রহমতে মা-বোনেরা সচেতন হচ্ছে পর্দার ব্যাপারে!
ভাইয়েরাও!

তো বাসায় এসেই মা’কে সালাম করলাম!
বাবার মৃত্যুর পর ৯ম ইদ।
আমার কাছে বাবা-মা মানেই আমার মা!মহান রবের রহমতে
তিনভাইবোনকে আগলে রেখে চলেছেন তিনি!
আলহামদুলিল্লাহ!

মা’কে সালাম দিয়েই খাবারের জন্য বললাম!
নুডুলস দিলো!
বাকী আইটেম রান্না হয় নি এখনো!নানীকে নিয়ে ব্যস্ত থাকায় করতে পারেন নি!

এরপর পাশে মামার বাসায় গেলাম!আলহামদুলিল্লাহ ক্ষীর খেলাম!
আমার প্রিয় পানীয় চা’ও খেলাম!
পরিবারের মধ্যে সেরা চা খোরদের একজন আমি বোধহয়!
ইদের দিনেও চা ভালোবাসি!

এরপর ফেবুতে ঢুঁ মেরে, চোখে পড়লো এক ভাইয়ের পোষ্ট!
“অবিবাহিতদের আবার কিসের ইদ!
ইদ তো বিয়ে করলেই হবে!” হুবুহু মন নেই পোষ্টটি!
তবে কিঞ্চিৎ দ্বিমত থাকলেও ভাবলাম সত্যিই তো!
এবারে ইদেও বউ ছাড়া!
আহারে…

আফসোস নেই!
মহান আল্লাহ সুবহানাওয়াতায়ালার নিকট চাইলে ফিরিয়ে দেন না!
আমাকেও দিবেন না এই বিশ্বাস আমার!

রাত্তির পর্যন্ত এভাবেই নর্মাল দিনের ন্যায় চলতে থাকলো!
রাত্তিরে ঘুমোলাম!
ও হ্যাঁ!এবারেই প্রথম সালামী বিহীন ইদ…

এতটুকুই থাক ইদলিপি!
সামনের বার আহলিয়া সহ একসাথে দিনলিপি লিখবো ইনশাআল্লাহ!
আজ আর নয়…

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION