1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া বরিশালসহ ৭ মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনার বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫০ ভোলা ৩-আসনের সাবেক এমপি শাওনের বিরুদ্ধে ২ মামলা বঙ্গোপসাগরের লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত ৩ নম্বর সংকেত বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির যৌক্তিক দাবি মেনে নিলেন প্রধান উপদেষ্টা বন্যাদুর্গতদের পাশে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা।। দেশ আলো বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদের ওপর সন্ত্রাসী হামলা শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

মায়ের দেওয়া শিক্ষা

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৮৮১ জন সংবাদটি পড়েছেন।

মেহেরুন্নেছা মিষ্টিঃ

গোধূলি বিকালে বাগানে খেলা করছিলাম। ঠিক তখনই পাশের বাড়ির ভাড়াটিয়ার মেয়ে আমাদের সাথে খেলতে চাইলে; সবাই মিলে তাকে না করে দিই।

মেয়েটার নাম শারমিন। তার বাবা একজন ভ্যানচালক। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বিষয়টা দূর থেকে মা দেখেছিলেন হয়তো।
পশ্চিমাকাশে সূর্যটা ঢলে পড়তেই আমরা বাড়ি ফিরি। ঘরে প্রবেশ করতেই মা বললেন, “তোমরা মেয়েটার সাথে এমন আচরণ করলে কেন? তুমি জানো, কাউকে হেয় করে কথা বলা আল্লাহ্ ও তাঁর রাসূল (সাঃ) কখনো পছন্দ করতেন না। তোমার উচিত তার কাছে ক্ষমা চাওয়া।”

কথাটা বলেই মা ভিতরে চলে গেলেন। মা প্রস্থান করার পর তার কথাগুলো বারবার আমার কানে বাজতে শুরু করলো। সারারাত অনুশোচনায় ভুগতে লাগলাম। অতঃপর অপেক্ষার প্রহর শেষে পূর্ব আকাশে উদয় হয় রবি। কোনোমতে ফ্রেশ হয়ে ছুটে গেলাম শারমিনদের বাড়ি। মেয়েটা আমাকে দেখেই মুক্ত ঝরা একগাল হেসে বলল, “আসসালামু আলাইকুম।”

সালামের উত্তর দিয়ে গতকালের ঘটনার জন্য মাফ চাইলাম। আমাকে অবাক করে দিয়ে শারমিন মুহূর্তেই আমার সাথে বন্ধুত্বে জড়িয়ে পড়লো। সেই থেকেই শুরু হলো আমাদের বন্ধুত্ব। কেউ কাউকে ছাড়া যেন চলতে পারি না। একসাথে মক্তবে, স্কুল কিংবা খেলাধুলা করার সাথি যেন এই শারমিন।
আমরা তখন পঞ্চম শ্রেণীর ছাত্রী। দেখতে-দেখতে কেটে গেল কয়েকটা মাস। খুশির আমেজ নিয়ে ঘরে এলো রামাদান।

শারমিনদের ঘরের তার ছোট বোনটি ছাড়া বাবা-মাসহ সে নিজেও সিয়াম পালন করতো। তবে সেহরিতে কখনো তারা ভর্তা দিয়ে ভাত, কখনো আবার শুকনো মুড়ি কিংবা শুধু পানি পান করে থাকতো। কিন্তু এই কথা শারমিন কখনো আমার সাথে শেয়ার করতো না। অথচ শারমিন যখন আমাদের বাড়িতে আসতো, মা তখন কীভাবে যেন বিষয়টা টের পেয়ে যেতেন। তখন একপ্রকার জোর করেই তাকে তরকারি, ভাত প্লেট ভরে দিয়ে দিতেন।

এমনকি সারা মাস আমাদের সাথে ইফতারির জন্য দাওয়াতও করলেন। দিন যত যাচ্ছে ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠছে চারিদিক। বড় আপু, ছোট আপুসহ কাকারা আমার জন্য ঈদের শপিং করে পাঠিয়ে দেয়। শারমিনকে ডেকে এনে সেগুলো যখন দেখাচ্ছিলাম; তখন হঠাৎ করেই তার চোখ দুটো ছলছল করে ওঠে। জিজ্ঞেস করলে সে বিষয়টা এড়িয়ে যায়। মেয়েটা একটু চাপা স্বভাবের ছিল। আমিও আর এই নিয়ে ঘাটাইনি তাকে।
চাঁদ রাতের দিন শারমিনকে ডাকতে গেলে তার মা বলে সে নাকি আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে।

তখন চাচিকে উদ্দেশ্যে করে বললাম, “আচ্ছা, আমি তাহলে সকালে আসবো। ওকে তৈরী হয়ে থাকতে বলবেন।”

এতটুকু বলে আমি বাড়িতে এসে ছোট কাকি-মণির কাছে মেহেদি পরায় ব্যস্ত হয়ে পড়ি।
সকাল ছয়টায় মায়ের আদুরে ডাকে ঘুম ভাঙে আমার। চোখে মুখে তখনো ঘুমের আভা বিরাজমান। আমি তড়িঘড়ি করে গোসল সেরে নতুন জামা পরলাম। উদ্দেশ্যে শারমিনদের বাড়ি।
বের হতেই মা সামনে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন, “এইটা শারমিনকে দিও।”

ব্যাগ খুলে দেখতেই আমি অবাক। আমার চার সেট জামার মধ্যে এটি একটি। ছয়মাস আগে কিনা একজোড়া জুতা আর আমার নিউ কসমিটিকস থেকে কিছু কসমিটিকসও রয়েছে। কিছু বলার আগেই মা আবারও বলে উঠলেন, “ঈদ মানেই আনন্দ; আর তাই এই আনন্দকে যে অসহায়দের সাথে ভাগ করে নিতে পারে, সেই প্রকৃত মানুষ। তাছাড়া আজ যদি তুমি কাউকে বস্ত্রদান করো তাহলে কঠিন হাশরের মাঠে রাব্বে কারীম ফেরেস্তাদের দ্বারা তোমাকে বস্ত্রদান করবেন। কথাটা সবসময় মনে রেখো।”

সেদিন জামাটা পেয়ে শারমিন খুব খুশি হয়েছিল। তার মুখে ওই হাসিটা মায়ের জন্যই সেদিন ফুটাতে পেরেছিলাম। আজ শারমিনের সাথে আমার কোনো যোগাযোগ নেই। মাও কাছে নেই, তবে তার দেওয়া এই শিক্ষাটা আমার জীবনের চলার পথের সঙ্গী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION