এনামুল হক রিয়াদঃ
আমাদের আটপৌরে জীবনে এক পশলা নীরদপতনের মতোই খুশির আমেজ ও অফুরন্ত আনন্দ বয়ে নিয়ে আসে ঈদ ৷ ভালোবাশার রঙে রঙিন করে দেয় এই বিশাল ধারিত্রির চারদিক ৷ মলিনতা কিছুটা হলেও হারিয়ে যায় অনন্তের শূন্যতায়;ঐ দূর আকাশের অসীম নীলিমায় ৷ খুশির জোয়ারে ভেসে যায় দুখের কচুরিপানা ৷ ঝিলমিল করে আনন্দের সূর্যসারথী ৷
ঈদ শপিংয়ের ফিরিস্তি হাতে ছুটে চলেছি বাজারের পানে ৷ হাতে সময় কম,তাই পায়ে হেঁটে না গিয়ে অটো রিক্সায় চেপে বসলাম ৷ ভাড়া একটু বেশি হলেও ঝঞ্জাট না পোহায়ে,জলদি যাওয়ার তাগিদে ৷ মিনিট দশেকর মধ্যেই এসে গেছি বাজারের চৌহদ্দিতে ৷ ভাঙচোরের শব্দ কানে এলো ৷ চোখ ফিরালাম সেদিকে ৷ পুলিশের বেদম মারধর দেখে আঁতকে উঠলাম আমি ৷ চোখের পলকে সবাই দিগ্বিদিক ছুটে পালাচ্ছে ৷ আমিও চারিপাশ না ভেবে অন্যদের মতো দিলাম ভোঁ-দৌড় ৷
প্রায় দশ মিনিট উল্কাবেগের মতোন দৌড়েছি ৷ ডানে-বাঁয়ে তাকাবার একটুও জো মিলে নি,অবশেষ একটি টিনশেড গৃহের চাঁদোয়া তলে আশ্রয় নিয়েছি ৷ আমার সাথে বেশ ক’জন অতি শীর্ণকায় লোক ৷ তারা ভয়-সংকোচে জড়োসড়ো!চেহারায় লেগে আছে শঙ্কিত মনের করুণ ছাপ ৷ আমি এতক্ষণ লক্ষ্য করি নি আমার পদযুগলের দিকে;কখন যে জুতো একটি ফেলে এসেছি অজ্ঞাতে;বুঝতেও পারি নি ৷ স্বস্থির হয়ে দাঁড়াতেই অনুভূত হলো-পায়ে জুতো নেই ৷
হঠাৎ পেছন থেকে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো ৷ আমি গম্ভীর হয়ে খোঁজার চেষ্টা করলাম;কিন্তু পেলাম না ৷ মুহূর্তেই আরেকবার শব্দটি ভেসে আসলো,এবার আর খোঁজতে হয় নি ৷ পিছন ফিরতেই দেখা মিললো সেই অটো ড্রাইবারের ৷ চিন্তায় তার চেহারা বিবর্ণ হয়ে আছে ৷ কাছে এসেই বললো-
-ভাই ভাড়াটা তো দিলেন না?
-কিভাবে দিবো;আপনি তো আমাদের রেখেই দৌড়ে পালিয়েছেন!?
-দৌড়েও লাভ হয় নি,গাড়ি পুলিশে জব্দ করেছে ৷
-আমি তার দুখের জখমে প্রশ্ন নামের সূচবিদ্ধ না করে বললাম,এই নিন আপনার টাকা!
টাকা নিয়ে লোকটি তড়িৎ স্থান ত্যাগ করলো ৷ আমি এখনো বসে,বাহিরে যাবার সাহস পাচ্ছি না ৷ ভয় আমাকেও কাবু করে ফেলেছে ৷ ভাবলাম একটু কথা বলি শীর্ণকায় দলের সাথে,হয়তো বুকের ধুকধুকানি কিছুটা কমে আসবে ৷ তাই পাশের এক বৃদ্ধের দিকে ফিরে তাকালাম,লোকটির চোখেমুখে মলিনতার স্পষ্ট ছাপ ৷ ভীত-বিহ্বল দৃষ্টিতে তিনিও তাকালেন ৷ আমি বললাম,চাচাজান!একটা কথা জিজ্ঞেস করতে পারি কি?
-হ বাজান,কও দেহি কি কইবা!বাকীরাও আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইলো ৷
-আপনাকে বেশ ব্যথাতুর মনে হচ্ছে!এর কারণটা জানতে পারি?
-হ,বাজান,আমি খুউব কষ্টে আছি,আইজ কয়দিন ধইরা ঘরে খাওনের মতো কিচ্ছু নাই ৷ কয়ডা টেহা ধার লইয়া বাজারে আইছিলাম ৷ বেগ্গুন টেহা হারাই গেছে!এহন আমি কি করবো বুঝবার পারতাছি না ৷ বাজান,আমাদের কি করার আছে?না আছে টাকাকড়ি,না আছে কাজকাম ৷ বাইরে বাইরোইলে আবার পুলিশে দৌড়ায়,কই যামু আমরা!?তার চোখ দুটিতে অশ্রুর বান ডাকলো!আমি অনিমেষ নয়নে তাকিয়ে আছি বৃদ্ধের বিষন্ন মুখচ্ছবির দিকে ৷
Leave a Reply