1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জের যুবদল নেতা রুবেল।। দেশ আলো বরিশাল বিএনপির নেতাদের মামলায় ফাঁসালেন যুবলীগ নেতা মতিন।। দেশ আলো বরগুনায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা  পিরোজপুরে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার।। দেশ আলো বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে জেল হাজতে প্রেরণ বরগুনায় জোরপূর্বক বিষপান করিয়ে চাচাকে হত্যা মামলার প্রধান আসামী সহ গ্রেফতার ০৩  মাদক উদ্ধারে ভোলার শ্রেষ্ঠ এসআই, লালমোহন থানার আবু ইউছুব দৃঢ় বিশ্বাস, এবারের নির্বাচনে আমরা জয়ী হবো: নাহিদ

ঈদ শপিং

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ১০৮১ জন সংবাদটি পড়েছেন।

এনামুল হক রিয়াদঃ

আমাদের আটপৌরে জীবনে এক পশলা নীরদপতনের মতোই খুশির আমেজ ও অফুরন্ত আনন্দ বয়ে নিয়ে আসে ঈদ ৷ ভালোবাশার রঙে রঙিন করে দেয় এই বিশাল ধারিত্রির চারদিক ৷ মলিনতা কিছুটা হলেও হারিয়ে যায় অনন্তের শূন্যতায়;ঐ দূর আকাশের অসীম নীলিমায় ৷ খুশির জোয়ারে ভেসে যায় দুখের কচুরিপানা ৷ ঝিলমিল করে আনন্দের সূর্যসারথী ৷

ঈদ শপিংয়ের ফিরিস্তি হাতে ছুটে চলেছি বাজারের পানে ৷ হাতে সময় কম,তাই পায়ে হেঁটে না গিয়ে অটো রিক্সায় চেপে বসলাম ৷ ভাড়া একটু বেশি হলেও ঝঞ্জাট না পোহায়ে,জলদি যাওয়ার তাগিদে ৷ মিনিট দশেকর মধ্যেই এসে গেছি বাজারের চৌহদ্দিতে ৷ ভাঙচোরের শব্দ কানে এলো ৷ চোখ ফিরালাম সেদিকে ৷ পুলিশের বেদম মারধর দেখে আঁতকে উঠলাম আমি ৷ চোখের পলকে সবাই দিগ্বিদিক ছুটে পালাচ্ছে ৷ আমিও চারিপাশ না ভেবে অন্যদের মতো দিলাম ভোঁ-দৌড় ৷

প্রায় দশ মিনিট উল্কাবেগের মতোন দৌড়েছি ৷ ডানে-বাঁয়ে তাকাবার একটুও জো মিলে নি,অবশেষ একটি টিনশেড গৃহের চাঁদোয়া তলে আশ্রয় নিয়েছি ৷ আমার সাথে বেশ ক’জন অতি শীর্ণকায় লোক ৷ তারা ভয়-সংকোচে জড়োসড়ো!চেহারায় লেগে আছে শঙ্কিত মনের করুণ ছাপ ৷ আমি এতক্ষণ লক্ষ্য করি নি আমার পদযুগলের দিকে;কখন যে জুতো একটি ফেলে এসেছি অজ্ঞাতে;বুঝতেও পারি নি ৷ স্বস্থির হয়ে দাঁড়াতেই অনুভূত হলো-পায়ে জুতো নেই ৷

হঠাৎ পেছন থেকে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো ৷ আমি গম্ভীর হয়ে খোঁজার চেষ্টা করলাম;কিন্তু পেলাম না ৷ মুহূর্তেই আরেকবার শব্দটি ভেসে আসলো,এবার আর খোঁজতে হয় নি ৷ পিছন ফিরতেই দেখা মিললো সেই অটো ড্রাইবারের ৷ চিন্তায় তার চেহারা বিবর্ণ হয়ে আছে ৷ কাছে এসেই বললো-
-ভাই ভাড়াটা তো দিলেন না?
-কিভাবে দিবো;আপনি তো আমাদের রেখেই দৌড়ে পালিয়েছেন!?
-দৌড়েও লাভ হয় নি,গাড়ি পুলিশে জব্দ করেছে ৷
-আমি তার দুখের জখমে প্রশ্ন নামের সূচবিদ্ধ না করে বললাম,এই নিন আপনার টাকা!

টাকা নিয়ে লোকটি তড়িৎ স্থান ত্যাগ করলো ৷ আমি এখনো বসে,বাহিরে যাবার সাহস পাচ্ছি না ৷ ভয় আমাকেও কাবু করে ফেলেছে ৷ ভাবলাম একটু কথা বলি শীর্ণকায় দলের সাথে,হয়তো বুকের ধুকধুকানি কিছুটা কমে আসবে ৷ তাই পাশের এক বৃদ্ধের দিকে ফিরে তাকালাম,লোকটির চোখেমুখে মলিনতার স্পষ্ট ছাপ ৷ ভীত-বিহ্বল দৃষ্টিতে তিনিও তাকালেন ৷ আমি বললাম,চাচাজান!একটা কথা জিজ্ঞেস করতে পারি কি?

-হ বাজান,কও দেহি কি কইবা!বাকীরাও আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইলো ৷
-আপনাকে বেশ ব্যথাতুর মনে হচ্ছে!এর কারণটা জানতে পারি?
-হ,বাজান,আমি খুউব কষ্টে আছি,আইজ কয়দিন ধইরা ঘরে খাওনের মতো কিচ্ছু নাই ৷ কয়ডা টেহা ধার লইয়া বাজারে আইছিলাম ৷ বেগ্গুন টেহা হারাই গেছে!এহন আমি কি করবো বুঝবার পারতাছি না ৷ বাজান,আমাদের কি করার আছে?না আছে টাকাকড়ি,না আছে কাজকাম ৷ বাইরে বাইরোইলে আবার পুলিশে দৌড়ায়,কই যামু আমরা!?তার চোখ দুটিতে অশ্রুর বান ডাকলো!আমি অনিমেষ নয়নে তাকিয়ে আছি বৃদ্ধের বিষন্ন মুখচ্ছবির দিকে ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION