1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

আজ ঐতিহাসিক বদর দিবস

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০
  • ৮৮৩ জন সংবাদটি পড়েছেন।

মো:রিয়াজুর রাশিদ রুবেল, নাসিরনগর(ব্রাম্মণবাড়িয়া):

ইসলামের প্রথম যুদ্ধ হল বদরের যুদ্ধ
বদরের যুদ্ধে আনসার ও মুহাজির মিলে সর্বমোট ৩১৩ জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন, এর মধ্যে ১৪ জন সাহাবী শহীদ হয়েছিলেন ২য় ছবিতে ১৪ জন বদরের যুদ্ধে সাহাবীদের তালিকা,বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগন ৩১৩ জন সাহাবাগণের নাম উল্লেখ করা হলো!
গজুওয়ায়ে বদর, (বদর দিবশ) ২য় হিজরী ১৭ রমজান(১৭মার্চ ৬২৪ খ্রষ্টাব্দ) মদিনার শরিফের আনসার ও মুহাজিরদের সাথে মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এটি প্রথম যুদ্ধ কাফেরদের সাথে। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। (মূল যুদ্ধ মুসলিম এবং কুরাইশ) অবস্হান মদিনা শরিফ থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় ৮০ মাইল অদুরে বদর উপত্যকা ফলাফল মুসলিমদের বিজয়(মদিনা শরিফের মুসলিমদের সেনাধিপতি ছিলেন আল্লাহর প্রিয় মাহবুব ছরওয়ারে কায়েনাত(দরুদ পড়ুন)আর সাথে ছিলেন হুজুরের হিজরতের সাথী হযরত আবু বকর(রাদি) হযরত ফারুকে আজম ওমর(রাদি) ছৈয়্যদুশ শুহাদা হযরত হামজা ইবনে আবদুল মুওালিব(রাদি) হযরত শেরে খোদা আলি ইবনে আবি তালিব(রাদি) শক্তি ৩১৩ জন পদাতিক, ২ টি ঘোড়া,৭০ টি উট শহিদ হলেন ১৪ জন। মক্কার কুরাইশদের সাথে ছিলেন,আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ, শক্তি ৯৫০ জন পদাতিক, ১০০টি ঘোড়া,১৭০ টি উট, ৭০ জন বন্দী, এ যুদ্ধে আবু জাহেল সহ ৭০ জন নিহত হলেন। কোরআনে করিমের (২৪ পারা সুরা নুর ৬৪ আয়াত)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION