আব্দুল্লাহ আল হাসিব: অমর একুশে বইমেলা-২০২১ এ প্রকাশিত হলো রূপালী আগুন প্রকাশনের ব্যানারে নব্য কবি মোঃ ঈমান হাওলাদার আলিফ এর একক কাব্যগ্রন্থ “বৃত্তের বাহিরে”। বইটি প্রকাশ করতে পেরে বেশ আনন্দ প্রকাশ করেছে বিশিষ্ট কবি ও সাহিত্যিক, প্রকাশক- মোঃ শহিদুল ইসলাম (ইমরান)।
বৃত্তের বাহিরে বইটি ৪ ফর্মার অর্থাৎ ৬৪ পৃষ্ঠায় মোট ৪১টি কবিতা নিয়ে তৈরি করা হয়েছে। বইটির আইএসবিএন নম্বর- 978-984-35-0584-2 । বইটিতে উৎসর্গ করা হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের।বইটির প্রচ্ছদ করেছেন খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী খন্দকার এনামুল হক। বইটি কম্পোজ করেছে নূর হোসেন কম্পিউটার। বইটির পরিবেশনায় আছে ছিন্নপত্র। এছাড়া যশোর জেলার অভয়নগরের ‘বইমেলা’ লাইব্রেরী ও পরিবেশনা করেছে বইটি। অনলাইন পরিবেশনায় আছে রকমারি.কম। বইটির সার্বিক সহযোগিতা ও বইটির প্রকাশের জন্য যাবতীয় আর্থিক খরচ সহ সকল কাজ পরিচালনা করেন যশোর অভয়নগরের মহান ব্যক্তি জনাব আব্দুর রব। জনাব আব্দুর রব সাধারণ মানুষ, তবে তিনি চারিত্রিক ও মানসিক দিক থেকে সত্যি অসাধারণ এক ব্যক্তিত্ব। বইটির গায়ের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
বিশিষ্ট কবি ও সাহিত্যিক, প্রকাশক মোঃ শহিদুল ইসলাম ইমরান বইটি নিয়ে বলেন, “কবি মোঃ ঈমান হাওলাদার আলিফ ইতিমধ্যে লেখালেখিতে বেশ সফলতার পরিচয় দিয়েছে। কবি তার মনের মাধুরি মিশিয়ে অসাধারণভাবে রচনা করেছে বৃত্তের বাহিরে কাব্যগ্রন্থটি। বর্তমান সময়ের পান্ডুলিপি প্রণয়কালে কবির রচনাশেলী ও কবিতার মর্মকথা মুগদ্ধ করেছে আমাকে। কবি তার সৃজনশীলতার সবটুকু দিয়ে অসাধারণ শৈল্পিক কাব্য রচনা করেছে । বইটি পড়ে সত্যি আমি মুগ্ধ। আমার দৃঢ় বিশ্বাস কাব্যপ্রেমী পাঠকের কাব্য রস আস্বাদনে এই বইটি অসাধারণ ভূমিকা রাখবে। এরকম একটি বই প্রকাশ করতে পেরে সত্যি আমি অসম্ভম আনন্দিত। আমি কবির উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। অবশেষে বইটির সাফল্য কামনা করে শেষ করছি”।
প্রসঙ্গত, মোঃ ঈমান হাওলাদার আলিফ যশোর জেলার অভয়নগর থানায় নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে ‘দৈনিক নওয়াপাড়া’ পত্রিকায় তার প্রথম কবিতা ‘মুজিব তুমি’ প্রকাশিত হয়।
Leave a Reply