1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেকর্ড সংখ্যক ভর্তির আবেদন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৪ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: প্রথমবারের মতো এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে করতে পারবেন আবেদন। ইতোমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদন পড়েছে ৩৮ হাজার ১৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর। এবার প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্যে প্রতিদ্বন্দ্বী করছে ২৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোট ১ হাজার ৪৪০টি সিটের বিপরীতে আলাদা করে বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ২২ হাজার ১৬১টি, মানবিক ইউনিটে ৯ হাজার ৭৫৬টি ও ব্যবসায়িক ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ২৪৩টি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটির আহবায়ক রাহাত হোসেন ফয়সাল বলেন, আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে মেধাতালিকা অনুযায়ী সাবজেক্ট সিলেক্টেড করে ভর্তি নেবো। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসির জিপিএর উপর কোনো মার্কস থাকবে না।

জানা যায়, গত ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে এই বিশ্ববিদ্যালয়ের আবেদন করার শেষ সময় ছিল। আগামী সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষার নম্বর ও বিষয়ের কন্ডিশন অনুযায়ী মেধার ভিত্তিতে সাবজেক্ট নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তারপর শিক্ষার্থীর ভর্তির জন্য তারিখ ঘোষণা করা হবে। জানুয়ারির শেষের দিকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION