স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার কর্নকাঠী গ্রামে জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৬ এপ্রিল) বিকেল ৪ টায় কর্নকাঠী তালুকদার মার্কেটে ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, আহতের নাম আফজাল হোসেন তালুকদার। সে ওই গ্রামের বাসিন্দা মৃত: হাফেজ তালুকদারের ছেলে ও তালুকদার মার্কেট এর প্রতিষ্ঠাতা।
আহত আফজাল অভিযোগ করে বলেন, কর্নকাঠীতে সে ১৪ শতাংশ জমি ক্রয় করে বাউন্ডারি ওয়াল ও বেড়া দিয়ে মার্কেট ও বাড়ি তৈরি করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। একই গ্রামের বাসিন্দা ও তার প্রতিপক্ষ হেলাল মোল্লার ছেলে সুমন মোল্লা ও নুরজাহান বেগম নিরু সহ অজ্ঞাত আরও ৪/৫ জনে দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পাঁয়তারা করে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে সুমন মোল্লা সহ অন্যান্যরা তার জমিতে প্রবেশ করে বাউন্ডারি টিনের বেড়া ভাঙচুর করে। এসময় সে বাধা প্রদান করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে আফজালকে প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি বলেন, এর আগে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে হয়রানি মূলক মিথ্যা দেওয়ানী মামলা করে দীর্ঘদিন ধরে আমাকে হয়রানি করে আসছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও তারা সালিশদারদের সিদ্ধান্ত মানেনি। এ ঘটনায় আফজাল বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার্স ইনচার্জ আসাদুজ্জামানের মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, এরকম একটি ঘটনা ঘটেছে কিন্তু আহত আফজাল তেমন কোনো গুরুতর জখম হয়নি। তারপরও আমরা অভিযোগ নিয়েছি।
এদিকে আহত আফজাল আরো জানান, প্রতিপক্ষরা প্রশাসনের একজন উর্দ্ধতন কর্মকর্তাকে দিয়ে জোর লবিং করে। ফলে আমরা সামনে আগাতে পারি না।
Leave a Reply