স্টাফ রিপোর্টার: বরিশাল ক্রিড়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল সিটি ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক, সাবেক ক্রিকেটার ও ফুটবলার আমিরুজ্জামান আমির বাবু কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সাবেক ক্রিকেটার ও ফুটবলার আমিরুজ্জামান আমির বাবু এর বরিশাল আগমন উপলক্ষে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সিটি ক্লাবের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, সদস্য সচিব মোঃ সাদ ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় সংগঠনের সদস্যবৃন্দ বরিশাল সিটি ক্লাবকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply