1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

দেশে করোনায় আরো ১৪ জনের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৭১১ জন সংবাদটি পড়েছেন।

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরও ১৪ জনের প্রাণ গেল। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৩২৮ জন মারা গেলেন। নতুন মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সংখ্যা ২২ হাজার ২৬৮ জন।

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪৩৭৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এরআগে গতকাল শনিবার সুস্থ হয়েছিলো ২৩৫ জন।

আজ রবিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে তিনি নিয়মিত সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION