রনি সে সুযোগটা পেয়ে কাজে লাগিয়েছেন বিস্ফোরক ব্যাটিং করেই। আলিদ রশিদের গুগলি না বুঝে আউট হওয়ার আগে তিনি ২১ রান করেছেন ১৪ বল খেলে। ১৫০ স্ট্রাইক রেটের সেই ইনিংসটি বাংলাদেশকে এনে দেয় উড়ন্ত সূচনা।
দলীয় ৪৩ রানে জফরা আর্চারের বলে লিটন আউট হয়ে গেলেও সে ধাক্কা খুব একটা অনুভূত হয়নি। তিন ও চারে নামা নাজমুল হোসেন ও তৌহিদ হৃদয় যে রানের গতি কমতে দেননি। বরং দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে রান বেড়েছে তরতরিয়ে।
ইনিংসের ১০তম ওভারেই আস্কিং রানরেট ৬–এ নামিয়ে আনেন এই জুটি। নাজমুল ফিফটি করেন ২৭ বলে। তাঁর ফিফটির পরের বলেই মঈন আলীকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় আউট হন হৃদয় (১৭ বলে ২৪)। পরের ওভারে মার্ক উডের নিচু হয়ে আসা গতিময় বলে বোল্ড হন নাজমুল। আউট হওয়ার আগে ৩০ বলে ৫১ রান করেন এই বাঁহাতি।
তবে রানরেটের চাপ না থাকায় নতুন দুই ব্যাটসম্যান সাকিব ও আফিফ হোসেন খুব একটা চাপে পড়েননি। ১ ও ২ রানের সঙ্গে কিছু বাউন্ডারি, তাতেই জয়ের দুয়ারে পৌঁছে যায় বাংলাদেশ। সাকিব অপরাজিত ছিলেন ২৪ বলে ৩৪ রান করে, আফিফ অপরাজিত ১৩ বলে ১৫ রানে। দুজনের ৩৪ বলে ৪৬ রানের জুটিতে ২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ।
এর আগে টসে জেতা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড পেয়েছিল দারুণ শুরু। জস বাটলার ও ফিল সল্ট দ্রুত রান তুলছিলেন বড় কোনো ঝুঁকি না নিয়েই। নতুন বলে ইংলিশদের চ্যালেঞ্জ জানাচ্ছিলেন একমাত্র নাসুম আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই সল্টের স্টাম্পের পাশ ঘেঁষে যায় নাসুমের বল। পরে নাসুমের বলে বাটলারের সহজ ক্যাচ ফেলেছেন সাকিব।
ইনিংসের দশম ওভারে এসে উইকেটের দেখা পান নাসুম, সঙ্গে বাংলাদেশও। ৩৫ বলে ৩৮ রান করা সল্ট কট বিহাইন্ড হয়ে যান তাঁর বলে। ইংল্যান্ডের রান তখন ১ উইকেটে ৮০, ২৫ বলে ৩৭ রান করে অপরাজিত বাটলার। শেষ ১০ ওভারে বাটলার ঝড় তুলবেন, দলের অন্য ব্যাটসম্যানরাও হাত খুলে খেলবেন। রানটা শেষ ১০ ওভারে যাবে দুই শর ওপারে। বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য স্বাভাবিক হতো সেটাই।
কিন্তু সেটি হতে দেয়নি বাংলাদেশ দলের ডেথ ওভারের বোলিং। শেষ ১০ ওভারে ইংল্যান্ড নিয়মিত উইকেট হারিয়েছে, রান করেছে মাত্র ৭৬। তাতে বাটলারদের রান শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৬। ইনিংসের শেষ ১০ ওভারের ৪টিই করেছেন হাসান। ওই ৪ ওভার থেকে মাত্র ২৬ রানই নিতে পেরেছে ইংলিশরা।
Leave a Reply