1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হক আর নেই বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের যাত্রা শুরু, সভাপতি: বিপ্লব; সম্পাদক: তোহা বরিশাল মহানগর ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন অধ্যক্ষ রেজাউল হাসান।। দেশ আলো বরিশালে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর ছাত্রদলের মিলাদ আইজিসি’র আয়োজনে “প্রি-ডিপারচার অরিয়েন্টেশন এন্ড ফেয়ারওয়েল অনুষ্ঠিত।। দেশ আলো লালমোহন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম জন্মদিন পালিত লিও জেলা ২৭ তম বার্ষিক সম্মেলনে পূর্বাচল লিও পরিবারের অর্জন মেন্টাল পিচ সাপোর্ট এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আগরপুর ইউনিয়নে আনারস প্রতীকের গণজোয়ার

শেবাচিমে সাংবাদিক নির্যাতনে জড়িত চিকিৎসকদের বিচার দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল:

পেশাগত দায়িত্ব পালন কালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ৭ সাংবাদিকের উপর হামলায় জড়িত দুই চিকিৎসকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশাল নগরীর সদর রোডে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) অধিভূক্ত বরিশাল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করে অভিযুক্ত দুই শিক্ষককে বহিষ্কারের দাবী জানানো হয়।

এসময় সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রীসহ স্থানীয় সব দপ্তরে পাঠানোর ঘোষণা দেন বিএফইউজে-এর কেন্দ্রীয় নেতারা।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহ সভাপতি আফরোজা আক্তার পিউ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য নূরে জান্নাত সীমা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

বিক্ষোভ সমাবেশে বিএফইউজে-এর সভাপতি ওমর ফারুক বলেন, স্বনামধন্য চিকিৎসকদের মধ্যে দুর্বৃত্তরা ঢুকে পরেছে। এজন্য চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ায় তারা বিদেশমুখি হচ্ছে। এই দুর্বৃত্তরাই ছাত্রী র‌্যাগিংয়ের ঘটনা আড়াল করতে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। হামলার পর তদন্ত প্রতিবেদনের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে।

আমরা অবিলম্বে বিচার দাবি করে জড়িত চিকিৎসকদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রী বরাবর পাঠাবো। স্থানীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সব দপ্তরে প্রেরণ করবো।

আমরা বলে যেতে চাই, বিএফইউজের সদস্যদের ওপর হামলা করলে রেহাই পাওয়া যাবে না। তাই আমরা দাবি জানাচ্ছি, জড়িতদের অবিলম্বে কলেজ থেকে বহিষ্কার করা হোক। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায় করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠক শুভংকর চক্রবর্তী, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, চারুকলার সংগঠক অ্যাডভোকেট সুভাস দাস নিতাই, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, হামলার শিকার ফিরোজ মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ আগষ্ট বরিশাল শের শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্রীর র‌্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার ও দুই শিক্ষকের হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক।

ভুক্তভোগীরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক কাওছার হোসেন রানা ও ক্যামেরা পার্সন রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ফিরোজ মোস্তফা, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যুরো প্রধান মুশফিক সৌরভ ও সময় টেলিভিশনের সাংবাদিক শাকিল মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION