অনলাইন ডেস্ক: প্রতি বছরের মতো এবারো সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হলো। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
এর মধ্যে দিয়ে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নতুন বছর ২০২৪ সালের শুরুতে বরিশালে সর্বপ্রথম বই বিতরণ কার্ষক্রমের শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাহবুবা হেসেন। পরে সেখান থেকে বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে বই বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বরিশাল জিলা স্কুল পাপিয়া জেসমিন।
দুপুর ১২ টায় মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও বিশেষ অতিথি জেলা প্রশাসক বরিশাল এর সাথে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল শেখ মোঃ আকতারুজ্জামান, সভাপতি মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রী ভানু লাল দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগ বরিশাল মিজ নিলুফা ইয়াসমিনসহ আরও অনেকে।
পরিশেষে জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজে বই উৎসবে উপস্থিত থোকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।
Leave a Reply