অনলাইন ডেস্ক: আলহাজ্ব মকবুল হোসেন কলেজের বিবিএ (অনার্স) মার্কেটিং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের স্পেশাল লার্নিং প্রোগ্রাম ষষ্ঠ ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ফ.ম রেজাউল হাসান এবং বিবিএ মার্কেটিং বিভাগের প্রধান শরিফুল ইসলাম ফিরোজ।
স্পেশাল এই লার্নিং প্রোগ্রামটি ৫টি পর্বে পরিচালিত হয়।প্রথম পর্বে -আলহাজ্ব মকবুল হোসেন কলেজের নির্মাণাধীন অনার্স ক্যাম্পাসে (একটি ৮ তলা এবং একটি ১০ তলা ভবনের নির্মাণ কাজ চলমান) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্বে -বিশ্ববিখ্যাত বেভারেজ ব্র্যান্ড কোকাকোলার ফ্র্যান্সাইজি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড বেভারেজ ইউনিট কুমিল্লা- ৩ টি গ্রুপে ভাগ হয়ে ফ্যাক্টরির সকল প্রজেক্ট ভিজিট করা হয়।
তৃতীয় পর্বে কোকাকোলার র মেটেরিয়াল, প্রোডাকশন, সাপ্লাই চেইন, মার্কেটিং কৌশল ও সিএসআর বিষয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
চতুর্থ পর্বে-কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু স্পট ভ্রমণ করা হয়। এছাড়া পঞ্চম পর্বে- ফ্রেন্ডশিপ স্পোর্টস শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
Leave a Reply