অনলাইন ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সপ্তাহব্যাপী ‘সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর সামরিক নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
Leave a Reply