হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় আদালত থেকে একতরফা রায় নিয়ে জমি দখল করে বাড়িঘর নির্মাণের অভিযোগ উঠছে । আব্দুর রাজ্জাক আরো জানান, আমরা ৪০ বছর ধরে এই জমি ভোগ দখল করে আসছি । আমরা কবলার সূত্রে মালিক এবং দীর্ঘদিন চাষাবাদ করছি। প্রতিপক্ষরাও কবলা সূত্রে মালিক দাবি করে আসছে।
শেষ পর্যন্ত জমির ফায়সালা আদালত পর্যন্ত গড়ায় ।সেখান থেকে প্রতিপক্ষ আহসান কবির একতরফা রায় নিয়ে এসে জমি দখল করে মাটি কেটে ঘরবাড়ি নির্মাণ করা পায়তারা চালাচ্ছে। আদালতে রায়ের বিরুদ্ধে আমরা রায় ভাঙতে আবেদন করেছি। সেই আবেদনের শুনানির অপেক্ষায় আছি। কিন্তু তার আগে পক্ষ প্রতিপক্ষ জমি দখল করে বাড়িঘর করার প্রচেষ্টা চালাচ্ছে । আমি এর প্রতিবাদ জানাই এবং তাদেরকে আহবান করব আদালতের শুনানি না আসা পর্যন্ত অপেক্ষা করার জন্য।
এদিকে আহসান কবিরের ভাই আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, এই জমির রায় আজ থেকে দশ বছর আগে আমরা পেয়েছি এবং জমির বিবাদী মোহাম্মদ আব্দুর রাজ্জাক গং। তারা যদি আদালতে রায় স্থগিতদেশ আনতে পারে তাহলে আমরা কাজ বন্ধ করে দিব এবং এ নিয়ে কোন দ্বন্দ্ব নেই আগেও ছিল না এখনো নেই । আদালতের রায় শেষ পর্যন্ত যে পাবে, সে এই জমি ভোগদখল করবে । কবে রায় এখন পর্যন্ত আমাদের অনুকূলে রয়েছে তাই দ্বিতীয় রায় না আসা পর্যন্ত আমরা ভোগদখল করব। এতে কোন ধরনের দ্বন্দ্ব বা হামলা সুযোগ নেই।
জমির পরিচয় থেকে জানা যায়। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা ৭ নং কাঁঠালতলী ইউনিয়নের ১৩ নং কালিবাড়ি মৌজার ৩৯৬ নং খতিয়ানের জমি নিয়ে বিরোধ দেখা দিলে ওই জমির প্রথম পক্ষ আহসান কবির ও দ্বিতীয় পক্ষ মাওলানা লুৎফর রহমান ও অন্যান্য লোকদের বিরুদ্ধে ২০০০ সালে মামলা করেন। মামলা নং ১৫/২০০০ ইং ওই মামলায় আহসান কবির একতরফা একটি রায় নিয়ে উক্ত জমিতে দখলে যাইতে গেলে ওই মামলার কিছু বিবাদীগন আব্দুল গফফার একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৯/১২ কিছুদিন পর বিবাদীদের একজন মোসাম্মাৎ রহিমা আরও একটি মামলা দায়ের করেন, মামলা নং ২০৪ / ১২ ।
উক্ত মামলায় বাদীগণের সাক্ষ্য গ্রহন শেষ হলেও বিবাদীগণ সাক্ষ্য দিতে গড়িমসি করেন। বর্তমানে এই দুটি মামলার বিবাদী আহসান কবির ও তার ছোট ভাই মাওলানা আবু জাফর মো. সালেহ ব্যাকু নিয়া জমি দখল করতে চেষ্টা করে যাহাতে বাদীগণের জমির রুপ পরিবর্তন হয়। ওই মামলা দুটির হয় ৯/১২ , ২০/২৫ ও ২০৪/১২ এবং বিবাদীদের সাক্ষীর তারিখ ১৯/০৩/২৫ এ ধার্য করা হয়। দুই পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, উভয়েই মতামত একই তারা জানা যায় , তারা জমির মামলা গুলো দ্রুত নিষ্পত্তি চায় । নিষ্পত্তি না হলে বাদী ও বিবাদীদের মধ্যে গুরুতর শান্তি ভঙ্গের সম্ভাবনা রয়েছে।
Leave a Reply