1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

প্রাণঘাতী করোনা কেড়ে নিল ১৯তম পুলিশ সদস্যের প্রাণ

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৭১৯ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টারঃ 

করোনায় জীবন দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল মো. আলমগীর হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অধীন হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সোমবার (৮ জুন) দুপুরে এক ক্ষুদেবার্তার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় কনস্টেবল আলমগীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত ১৯ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ডিএমপি সূত্রে জানা যায়, কনস্টেবল আলমগীরের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অধীন হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ ৭ জুন সকাল পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৮২৮ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION