1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার লুকোচুরি বন্ধ করেন – ডা: জাফর উল্লাহ চৌধুরী

  • প্রকাশিত : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৯৪৭ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

নাগরিক সমাবেশের সভাপতি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার লুকোচুরি বন্ধ করেন। আপনাকে আপনার পিতার অমর বাণীটি স্মরণ করিয়ে দিতে চাই- ‘আর দাবায়ে রাখতে পারবা না’।

আজ বুধবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে দেয়া বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

এ সময় আইনমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার পিতা সিরাজুল হক সাহেব সত্যের জন্য যেকোনো সময় সত্য কথা বলতে ভয় পাননি। তাহলে আপনি কেন সত্য কথা বলতে ভয় পান? আজকে আমার সকল কথা আপনার পছন্দ নাও হতে পারে। যদি আমার কথায় আপনি ক্ষুব্দ হয়ে থাকেন তাহলে আমার নামে একটি মামলাও করতে পারেন। মামলা করার সময় ৫ হাজার টাকা কোর্ট ফি দিতে ভুলবেন না।

তিনি বলেন, আজ কিশোরের যে রায়টি দিয়েছেন সেটি ‘অসম্পূর্ণ রায়’। যারা সংবিধান ভঙ্গ করেছেন, যারা সংবিধান লংঘন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। এটি আপনার দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি বলেন, আজকে কিশোর মুক্ত হয়েছে। আমি আনন্দিত। কিন্তু আমি চিন্তিতও বটে। লেখক ও কলামিস্ট মুশতাক আহমেদ মৃত্যুর আগে তার পরিবারকে বলেছিল, ‘আমার কথা চিন্তা করো না, কিশোরের কথা চিন্তা করো না’। কিন্তু এরইমধ্যে তাকে মরতে হলো।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রত্যেকটি পুলিশ সদস্যকে এসপি পদমর্যাদা‌ পর্যন্ত যাওয়ার সুযোগ-সুবিধা করে দেব। আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়ার সুব্যবস্থা করে দেব। আপনারা সরকারের পাশে নয়, আমাদের পাশে, জনগণের পাশে থাকুন।

এ সময় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েক সাকী, অধ্যাপক রেহেনুমা আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, সাংবাদিক সেলিম খান, রাষ্ট্রচিন্তার অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION