1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

খুচরা পয়সা

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৯৮০ জন সংবাদটি পড়েছেন।

শামিমা আক্তার

এপ্রিল মাসের কোন এক শুক্রবার এর কথা বলছি, আমার এক আত্মীয় কে হাসপাতালে দেখতে গেলাম, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে। ফেরার পথে দেখলাম সারিসারি আর্মির গাড়ি টহল দিচ্ছে পান্থপথে, প্রথম প্রথম লকডাউন এর মহড়াতো একটু ভয় পেয়ে গেলাম । যাইহোক হেঁটে এসে ঢুকলাম আগোরার গ্রীন রোড শাখায়, ছেলের বায়না ধরা কিছু জিনিস কিনতে, ব্রেডস্টিক, নিউট্রেলা,কর্নফ্লাওয়ার এসব আর কি। আমার কেনার জন্য তেমন কিছুই বাকি ছিল না সবই কিনে ফেলেছিলাম লকডাউন এর আগেই। সৌখিন কিছু জিনিস কেনার পরে বিল দেয়ার জন্য কিউতে দাঁড়ালাম তখনও বুঝতে পারিনি, পৃথিবীতে কত ধরনের বাস্তবতা থাকে। আমার সামনে একজন ভদ্রমহিলা, তার সামনে আরেকজন যার বিলটি প্রায় নেয়া হয়ে গেছে, কেবল পন্যগুলো ব্যাগের তুলে দিতে যতটুকু বাকি। এর পর যে ভদ্রমহিলা আমার সামনে ছিলেন তিনি আগালেন তার বিল দেয়াটা জন্যে, আমি দাঁড়িয়ে আছি খুব স্বাভাবিক মনে, হরহামেশা লাইনে দারিয়ে নিজের মোবাইলে ফেসবুক দেখতে থাকি । তবে হঠাৎ করে আমার দৃষ্টি গেল কাউন্টারের, বেশ কিছু কয়েন কাউন্টারের উপরে রাখা। কতক্ষণ পর পর কেবল কয়েন বের করে দিচ্ছিলেন দুই টাকা পাঁচ টাকার কয়েন, বেশিরভাগ টাকাগুলি ছিল দুই টাকার কয়েন। এতক্ষণ ভদ্রমহিলাকে আমি দেখার চেষ্টা করিনি যখন কাউন্টারে বিল করা মেয়েটি বলল আরো টাকা লাগবে, তখনই আমি ভদ্রমহিলার দিকে তাকিয়ে দেখলাম আমার চেয়েও কম বয়সি মোটামুটি সাদামাটা একটি জামা পরা, মাথায় ওড়না দেয়া বোঝা গেল তার একটি হাত ভাঙ্গা প্লাস্টার করা ছিল, চেহারা দেখে খুব নিরীহ মনে হবে না, অবশ্য এর আগেও আমি তাকে দেখেছি যখন আমি কনফ্লাওয়ার খুজতেছিলাম। মহিলাকে দেখেছি তিনি খুব একটা কিছু কেনার জন্য খুঁজতে চান না তবে তার সাথে যে বাচ্চা মেয়েটি ছিল সে কি নিতে চাচ্ছিল তিনি নিষেধ করছিলেন। বাচ্চারা এমনি করে ভেবেছিলাম। পরবর্তীতে যখন লাইনে দাঁড়িয়ে আছি তাকে দেখলাম হয়তো আমার আগের ভাবনাটা ঠিক ছিল না। এবার মনে হল আমার মনোযোগ দিতে হবে বিষয়টা কী বোঝা দরকার প্রথমে 125 টি তারপর আরো কিছু আরো কিছু, না হচ্ছে না আরো টাকা লাগবে। ভদ্রমহিলা আবারও বেশকিছু কয়েন দিলেন এবং এতে খুবই বিরক্ত হচ্ছে আগোরার কাউন্টারের মহিলাটি এবং দরজায় দাঁড়িয়ে থাকে দারোয়ান। বারবার তাকে তাড়া দিচ্ছে,বলছেন আপনি টাকা দেন কয়েন কেন দিচ্ছেন দেরি হয়ে যাচ্ছে লাইন লম্বা হয়ে যাবে। এতক্ষণে আমি বুঝতে পারলাম । ভদ্রমহিলার চোখে কোন ভাবলেশ নেই তিনি ব্যাগের এপকেটে ওপকেটে খুঁজে আরো কিছু কয়েন দিলেন, উনি আমার দিকে দুবার তাকালে, আমার মনে হলো হয়তো উনি বলতে চান আপনি একটু অপেক্ষা করেন। আমি তার অভিব্যক্তি বুঝে আমি তাঁর বলার আগে, বলার আগেই নিজে থেকে বললাম, আমার কোন সমস্যা হচ্ছে না। ওনার বিল দিত যতক্ষণ লাগে তারপরেই আমি বিল দেবো। আমি দাঁড়িয়ে আছি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম 159 টাকার মত গোনা হয়েছে আরো টাকা বাকি কাউন্টার থেকে ভদ্রমহিলাকে জানানো হলো আরো লাগবে তিনি আরো কিছু কয়েন দিলেন। তখন গুনছে এরই মাঝে কাউন্টারের মেয়েটি ভুলে গেছে আগে যে কত গুনেছিলেন, পুনরায় শুরু হলো গোনা। প্রথম থেকে একটি দুটি করে গুনতে গুনতে খুবই বিরক্তি প্রকাশ করলেন কাউন্টারের মেয়েটি। দেখলাম যে আমার পেছনে দাঁড়িয়ে আছেন তিনি বিরক্ত হচ্ছেন মোটামুটি ভালো বিরক্ত, এখন সাথে যুক্ত হলো দারোয়ান। দরজা সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ান এসে বললেন আপনি সড়েন,-পরে আপনি বিল দিবেন, তখন আমি একটু উচু গলায় বললাম আপনারা দুজন মিলে গুনেন। আমার কষ্ট হচ্ছে না আমি দাঁড়িয়ে আছি। কাউন্টারে মেয়েটির চেযে, দারোয়ান বিরক্তে আগুন বেশি বোঝা গেলো। খুব বিরক্ত হচ্ছিলাম ওদের কান্ড দেযে ভদ্রমহিলা বিল দিচ্ছেন তার চোখে কেবলী ছল ছল ভাব সাথে আসা বাচ্চা মেয়েটির চুপচাপ বসে ছিলেন একটু দূরে। আমি ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছি দেখে ভদ্রমহিলা এবার আমাকে বললেন ঠিক আছে আপনি আগে বিল দেন আমি পরে দিচ্ছি। সরে দাঁড়ালেন তিনি একটু পাস হতেই আমি কাউন্টারবিল করতে চাইলাম, কিন্তু কাউন্টার থেকে জানানো হলো ওই মহিলার বিলটি ক্যানসেল করা যাবে না। এবার আমি মনের সাহস পেলাম কাউন্টারের মেয়েটিকে বললাম ঠিক আছে আমি এখন বিলটা দিয়ে দিচ্ছি, ওনার কাছ থেকেপরে নিয়ে নিবো, বলে ব্যাগ থেকে বের করে টাকা দিয়ে ভদ্রমহিলার বিল পরিশোধ করলাম, সেই সাথে মিনিট দুয়েকের মধ্যে আমার বিল পরিশোধ করা হয়ে গেল। কেন জানি ভদ্রমহিলা দিকে একবার তাকাতে ইচ্ছে হলো না চলে এলাম । ভদ্রমহিলাও কিছু না বলে রক্ষা করলেন। তাৎক্ষণিক আরেফিনকে ফোন দিলাম কি দেখেছি তা বলার জন্য, আমি আরেফিনকে বলার সাথে সাথে আরেফিন বলল তুমি তাকে কিছু টাকা দিয়ে এসো। বললাম অত মানুষের সামনে মহিলাকে সরাসরি টাকা সাধার ইচ্ছে আমার ছিল না কারণ এতে তার সম্মানহানি হতে পারে। আরেফিনের সাথে কথা শেষ করে আবারো আগালাম হয়তো ভদ্রমহিলাকে যদি দরজার বাহিরে পাই কিছু টাকা দিব। ভদ্রমহিলা আবারও জানি কি নিয়েছেন বিল করতে আবারো লাইনে দাঁড়িয়ে আছেন ।দ্বিধায় ফিরতি পথ ধরলাম। বাসায় এসে দেখলাম উনি কিনেছে এক কেজি চাল, হাফ কেজি লাল আলু এক হালি লেবু, একটা চা পাতার প্যাকেট 300 গ্রাম রসুন ও একটি ডাল ভাজার প্যাকেট।আমরাও বাসায় মাটির ব্যাংকে টাকা জমাই , কখনো খুব দরকার হলে ব্যাংক ভেঙ্গে খরচ করি। মেয়েটির কয়েনগুলো চোখে ভাসে। কি পরিস্থিতিতে আছে কে জানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION