অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:
স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় পরিসংখ্যান দিবস- ২০২৪ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, লালমোহন থানার অফিসার ইনচার্জ এস এম মাহমুদ উল আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply