আব্দুল্লাহ আল হাসিব: রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজে প্রফেশনাল বিবিএ, কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রফেশনাল অনুষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফাতেমা তাহেরা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফাতেমা তাহেরা খানম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য কলেজের পরিচিতি তুলে ধরেন এবং নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এসময় ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।
অনুষ্ঠানে প্রফেশনাল বিবিএ, কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবাগত শিক্ষার্থীরা ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply