অপু হাসান। লালমোহন ভোলা:
‘সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এ স্লোগান কে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
(২০ ফেব্রুয়ারী মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন (এমপি)।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা হচ্ছে দিনব্যাপী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীদের স্মার্ট করতে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা, আদর্শ ও আন্তরিকতার সাথে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুল ইসলাম মিলন প্রমুখ। পরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর-সখিনা গ্রেমে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বোরো ধানের সমালয়ে চাষাবাদ এর জন্য রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Leave a Reply