1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জের যুবদল নেতা রুবেল।। দেশ আলো বরিশাল বিএনপির নেতাদের মামলায় ফাঁসালেন যুবলীগ নেতা মতিন।। দেশ আলো বরগুনায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা  পিরোজপুরে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার।। দেশ আলো বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে জেল হাজতে প্রেরণ বরগুনায় জোরপূর্বক বিষপান করিয়ে চাচাকে হত্যা মামলার প্রধান আসামী সহ গ্রেফতার ০৩  মাদক উদ্ধারে ভোলার শ্রেষ্ঠ এসআই, লালমোহন থানার আবু ইউছুব দৃঢ় বিশ্বাস, এবারের নির্বাচনে আমরা জয়ী হবো: নাহিদ

শত চেষ্টা করেও টয়াকে বাঁচাতে পারলেন না শাওন!

  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ৬০৭ জন সংবাদটি পড়েছেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। আসন্ন ঈদ উপলক্ষে ‘খুনসুটি প্রেম’ নামে বিশেষ নাটকে অভিনয় করেছেন এই তারকা দম্পতি।

আব্দুল্লাহ আল মুক্তাদিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিস রহমান। নাটকটির গল্পে নির্মাতা তুলে ধরছেন এক দম্পতির খুনসুটি প্রেম। এতে সবার জন্য একটি বিশেষ বার্তাও দেওয়ার চেষ্টা করেছেন আনিস রহমান।

নাটকটির গল্পে দেখা যাবে- ইউনিভার্সিটি পড়ুয়া আদনান এবং মেহনাজ থাকেন বেস্ট ফ্রেন্ড। এক সময় ভালো বন্ধু থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। এরপরই পরিণয়। কিন্তু যতই তারা হাজবেন্ড-ওয়াইফের মতো আচরণ করার চেষ্টা করুক; দিন শেষে খুনসুটি করতে করতে নিজেদের অজান্তেই তারা আবার ফিরে যান ইউনিভার্সিটি লাইফে। ‘খুনসুটি প্রেম’-এর গল্পে আরও দেখা যাবে- আদনান স্ত্রী মেহনাজকে ছাড়া একটি মুহূর্তও থাকতে পারেন না। একটা সময় মেহনাজ মা হতে চলেন। এই আনন্দে আদনান মেহেনাজকে নিয়ে বাহিরে রিক্সায় ঘুরতে যান। রাস্তায় একজন ছিনতাইকারী মেহেনাজের ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। ব্যাগ সামলাতে গিয়ে মেহেনাজ রাস্তায় পড়ে মারাক্তভাবে আহত হন এবং লাইফ সাপোর্টে চলে যায়। আদনান তার সর্বচ্চো সামর্থ্য দিয়েও স্ত্রীকে সুস্থ করতে ব্যর্থ হন। মেহনাজ, আদনানকে রেখে পাড়ি জমান না ফেরার দেশে। এই বিশাল কনক্রিটের শহরে আদনান নিজেও যেন হয়ে যায় প্রাণহীন এক টুকরো কনক্রিট। নাটকটিতে আদনান ও মেহেনাজ চরিত্রে অভিনয় করেছেন তারকা দম্পতি শাওন-টয়া।

নাটকটি সম্পর্কে নির্মাতা আনিস রহমান বলেন, ‘ঈদের মতো উৎসবে যে ধরণের নাটক দর্শক উপভোগ করতে চান সেটা মাথায় রেখেই নির্মাণ করেছি ‘খুনসুটি প্রেম’। নাটকটিতে দর্শক যেমন পাবেন আনন্দ; ঠিক তেমনই থাকছে কষ্টও। এক কথায় বলবো নাটকটি দর্শকদের জন্য একটি পরিপূর্ণ প্যাকেজ। এতে একটি বিশেষ বার্তাও দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের। অসাধারণ অভিনয় করেছেন শাওন ও টয়া। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।’

কাজের অভিজ্ঞতা নিয়ে শাওন ও টয়া জানিয়েছেন, ভিন্নধর্মী একটি গল্পের নাটক ‘খুনসুটি প্রেম’। ঈদে যেমনটা উপভোগ করতে চান দর্শক ঠিক তেমনই একটি কাজ এটি। গতানুগতিক আর দশটি নাটকের মতো হয়নি নাটকটি। নিজেদের সবটুকু মেধা ও শ্রম দিয়ে নাটকটি ভালো করার আপ্রাণ চেষ্টা ছিল আমাদের। জানি না কতোটুকু সফল হয়েছি। তবে নিজেদের কাজের উপর আস্থা রেখেই বলতে পারি নাটকটি সবার ভালো লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION